
করোনা সংক্রমণ বাড়তে থাকায় অনির্দিষ্ট সময়ের জন্য সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ব্যাংকে নিয়োগে এমসিকিউ, লিখিত ও মৌখিকসহ সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।
কোভিডের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর দেশে নতুন করে মহামারীর প্রকোপ বাড়ছে।
চলতি মাসে সংক্রমণ বাড়তে শুরু করলে সরকার মহামারী রোধে নতুন করে বিধিনিষেধ জারি করেছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিনে আরও কিছু নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved