
সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৪৩৩ জন মারা গেছেন। একই সময়ে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জনে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৭৬২ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ১ হাজার ৫২১টি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৩৬ জনের।
এর আগে সোমবার (২৮ নভেম্বর) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। একই সময়ে করোনা আক্রান্ত হন ২৯ জন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved