
নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরাউড়া গ্রামের এখলাস উদ্দিন ওরফে নয়নের বয়স এখন ৪৫ বছর। এবার তিনি এসএসসি পাস করেছেন জিপিএ–৫ পেয়ে। একই দিনে তাঁর ছেলে রাকিবুল হাসানও এসএসসি পাস করেছে।
এখলাস উদ্দিন গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাই কারিগরি ইনস্টিটিউট থেকে পাস করেছেন। তাঁর ছেলে রাকিবুল পাস করেছে গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। বাবা জিপিএ–৫ পেলেও ছেলে পেয়েছে ৪ দশমিক ৮৬।
বাবা–ছেলের একসঙ্গে এসএসসি পাসের খবরে গৌরীপুরের মানুষের মধ্যে বেশ আলোচনা চলছে। খবর পেয়ে গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বাবা–ছেলেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখলাস দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
এখলাস উদ্দিন বলেন, ১৯৯৬ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি ওই বছর পরীক্ষা দিতে পারেননি। পরে তিনি গৌরীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ায় আর সুযোগ হয়ে উঠেনি। স্ত্রীর উৎসাহে ৪৫ বছর বয়সে আবারও তিনি এসএসসি পরীক্ষা দেন। আরও পড়াশোনা করতে চান তিনি। এখলাস চান, ছেলে বড় হয়ে প্রকৌশলী হোক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved