
বন্ধ করা আরও কিছু অ্যাকাউন্ট খুলে দেবে টুইটার। এ তথ্য নিশ্চিত করেন এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের বর্তমান কর্ণধার ইলন মাস্ক। খবর সিএনএন এর।
এ নিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, কোনো আইনভঙ্গ বা মারাত্মক অন্যায় করেনি এমন ব্যবহারকারীদেরকে সাধারণ ক্ষমার আওতায় ফিরিয়ে দেয়া হবে অ্যাকাউন্ট। এ ইস্যুতে অনলাইনে ভোটাভুটির মাধ্যমে ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। ৩২০০ ভোটের মধ্যে ৭২ শতাংশ ব্যবহারকারী অ্যাকাউন্ট ফেরত দেয়ার পক্ষে ভোট দিয়েছে বলে জানানো হয়।
টুইটারের দায়িত্ব গ্রহণের আগে থেকেই বন্ধ অ্যাকাউন্টগুলো খুলে দেয়ার বিষয়ে কথা বলে আসছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আর এসেই নানা নীতিগত পরিবর্তনের পর গত সপ্তাহেই খুলে দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট। এরপর একে একে বেশ কয়েকটি বিখ্যাত ব্যক্তির বন্ধ হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved