
গত এক বছরে ১০১ বিলিয়ন ডলার সম্পদ কমেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের। তবে সম্পদ কমলেও এখনও শীর্ষ ধনী তিনি।
ধনকুবেরদের ইনডেক্স অনুযায়ী,এক বছর আগে ইলন মাস্কের সম্পদ ছিল ৩৪০ বিলিয়ন ডলারের আশপাশে। সেটা কমে এসে এ বছর ১৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইলন মাস্কের সবচেয়ে বড় প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশন ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হয়েছে এ বছর। বাজার থেকে ৩ লাখ ২১ হাজার গাড়ি ফিরিয়ে নিতে হয়েছে সংস্থাটিকে। কারণ, গাড়িগুলোর পেছনের আলো ঠিকমতো কাজ করছিল না। এ ছাড়া আরও ৩০ হাজার গাড়ির এয়ার ব্যাগ কাজ করছে না ঠিকমতো। এসব কারণে টেসলার শেয়ার কমতে শুরু করেছে। ৩ শতাংশ শেয়ার কমে গেছে টেসলার এ বছর, যা গত ২ বছরে সবচেয়ে কম।
কেবল ইলন মাস্কই নন, শেয়ারবাজারে এ বছর ক্ষতির মুখে পড়েছেন মার্ক জাকারবার্গ, বার্নার্ড আর্নল্ড, গৌতম আদানীসহ অন্যান্য ধনকুবেরও। বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে তাদের।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved