
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী রাজনীতির শিকার দাবি করে আগামীবার নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) ওবায়দুল কাদেরের আসনে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য একরামুল হক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সংসদ সদস্য একরাম বলেন, ‘ইচ্ছে করে আমার এলাকার লোকজনের সেবা করি। আমরা রাজনীতির শিকার, আমাকে রাজনীতি থেকে সরানোর জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। আপনারা কাগজ থেকে আমার নাম মুছতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে আর মুছতে পারবেন না। যদি জননেত্রী শেখ হাসিনার ছায়া থাকে এমনও হতে পারে আপনাদের (নোয়াখালী-৫ আসনের) সেবার জন্য আমি আসতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমরা অবহেলিত। কবিরহাটের লোকজনকে কোম্পানীগঞ্জের নেতারা হেয় করে কথা বলেন। আমাদের ভোটের কি দাম নাই। ইনশাঅল্লাহ আগামীতে আমাদের ভোটগুলো আমরা দেখে-শুনে দেবো। যেমন আর্জেন্টিনা ম্যারাডোনা ও মেসিকে এবং ব্রাজিল পেলে এবং নেইমারকে তৈরি করেছে, তেমনি কবিরহাট উপজেলার লোকজন আমাকে তৈরি করেছে। যে যতো রকম হিংসাই করুক আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি আপনাদের সেবা করার জন্য প্রস্তুত আছি।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved