
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের মহাসমাবেশে অংশ নিতে এসে রাজশাহীর এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম জিন্নাত আলী হারুন (৪৫)।
আজ শুক্রবার সকালে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন জিন্নাত আলী। পরে সমাবেশে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিন্নাত আলীর সঙ্গে আসা নায়েব উল্লাহ প্রথম আলোকে বলেন, জিন্নাত আলী রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইন ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
যুবলীগের সমাবেশে যোগ দিতে রাজশাহী থেকে বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন বেলা সাড়ে ১১টার দিকে। পরে সমাবেশের দিকে যাওয়ার সময় তাঁর রক্তচাপ বেড়ে যায়। রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, জিন্নাত আলীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved