
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একঘণ্টা পরীক্ষা চলার পর তা স্থগিত ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে— ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য পুরানো সিলেবাসে প্রশ্নপত্র বিতরণ করা হয়। আর পুরাতনদের জন্য নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয় বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কারিগরি শিক্ষা বোর্ড।
অন্যদিকে, পরীক্ষা নিয়ন্ত্রক কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনির্বার্যকারণবশত স্থগিত হলো। পরবর্তীতে এ পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved