দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম মৌমিতা সাহা (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনা শহরে।
আজ শুক্রবার দুপুরে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ অক্টোবর রাত আটটার দিকে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছিলেন মৌমিতা। তখন অসাবধানতাবশত তাঁর শাড়িতে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে তাঁকে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। পরে তাঁরা সেখানে তাঁকে নিয়ে ভর্তি করেন।
রবিউল আউয়াল আরও বলেন, আগুনে মৌমিতার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। মাঝখানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছিল। পরে হঠাৎ মৌমিতা বেশি অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মৌমিতা মারা যান। পরিবারের সদস্যরা সকালে তাঁর মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা খুলনা শহরের বাসিন্দা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved