
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালে যেতে দুই দলেরই জয়ের বিকল্প নেই। এমন ম্যাচে এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ভারত দলেও এক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় খেলেছিলেন দীপক হুদা। আজ আবার ফিরেছেন অক্ষর
টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ জানিয়ে সাকিব বললেন, বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি। এক পরিবর্তন আছে দলে। সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved