
২০১৯ সালের পর এই নিয়ে পাঁচবার পার্লামেন্ট নির্বাচন হলো ইসরায়েলে। মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এক্সিট পোলের ফল আসে। সেখানে দেখা যাচ্ছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার সহযোগীরা এগিয়ে আছে। তবে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, এমন কথা বলা হয়নি।
সমীক্ষা অনুযায়ী, চরম দক্ষিণপন্থি ইতামার বেন-গভির দল তৃতীয় স্থানে থাকবে। ইয়াইর লাপিদের জোট দ্বিতীয় স্থানে থাকবে। তবে এক্সিট পোলের ফলাফল চূড়ান্ত নয়। সরকারি ফলাফল আলাদা হতেই পারে। এই সপ্তাহের শেষ নাগাদ সরকারি ফলাফল এসে যাবে।
নেতানিয়াহু বলেছেন, সমীক্ষার ফলাফলে বোঝা যাচ্ছে, তাদের শুরুটা ভালো হয়েছে। কিন্তু যখন ভোট গণনা হবে, তখন পরিস্থিতি বদলাতে পারে। ভিডিও ভাষণে তিনি বলেছেন, এক্সিট পোল আসল সংখ্যা দিতে পারে না। ভোটগণনার পর ঠিক সংখ্যা জানা যাবে।
এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। তিনি ১২ বছর ধরে ইসরায়েল শাসন করেছেন। তারপর ইয়াইর লাপিদের আট দলের জোট ক্ষমতায় আসে। ওই জোটে দক্ষিণপন্থি, বামপন্থি এবং আরব পার্টিও ছিল। কিন্তু ওই জোটও দীর্ঘস্থায়ী হয়নি। ফলে আবার নির্বাচন হয়েছে। ইসরায়েলে বড় দলগুলি ছোট ছোট দলগুলির সঙ্গে জোট করেছে। তারা এইভাবে গরিষ্ঠতা পাওয়ার চেষ্টা করেছে। তিন বছরে পঞ্চম নির্বাচন সত্ত্বেও ভোটদাতাদের উৎসাহের অভাব ছিল না। ১৯৯৯ সালের পর এত ভোট পড়েনি।
ইসরায়েলের ডেমোক্রেসি ইনস্টিটিউটের জিডিয়ন রাহাত বলেছেন, ইসরায়েলের রাজনীতি বিভক্ত। তাই এখানে জোরদার লড়াই হবে, সেটাই প্রত্যাশিত। তার মতে, ইসরায়েলের রাজনীতিতে বিভাজন সম্পূর্ণ। এখন ইসরায়েলে নির্বাচন হয় রাজনৈতিক দলগুলির জন্য, মানুষের জন্য নয়। এই রাজনৈতিক বিভাজন ও বারবার করে ভোট একটাই কথা বলে, নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান হবে না।
সূত্র: এএফপি
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved