
সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। দুই দলের প্রত্যাশা কিংবা তারা যে সমমানের দল নয় সেটা অকপটে স্বীকার করেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের জয় বলতে কেবলই জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে। সাউথ আফ্রিকার সঙ্গে অবশ্য পাত্তা পায়নি বাংলাদেশ। এদিকে সাউথ আফ্রিকার কাছে হেরেছে ভারতও। তবে পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্টে টেবিলের দুইয়ে রয়েছে রোহিত শর্মার দল। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘ফ্যাক্ট হচ্ছে, এটা অনেক সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে জয়-পরাজয়ের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে ১২-১৫ রানের হয় যা কেবল ২ টা হিট (ছক্কা)! এটা এমন ফরম্যাট যে আপনার পক্ষে বলা মুশকিল কারা পরিষ্কারভাবে ফেভারিট। তাছাড়া কন্ডিশন দুই দলের মধ্যে প্লেয়িং ফিল্ডে সাম্যতা এনেছে ভালোভাবেই। বাউন্ডারি বেশ বড়, উপমহাদেশে যেই শটে আপনি ছক্কা পেতে পারেন সেই শটে এখানে আউট হতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় আনলে আবহাওয়া বাদে এই টুর্নামেন্ট দারুণ হচ্ছে। আর আমরা বাংলাদেশকে নিশ্চিতভাবেই হালকাভাবে নিচ্ছি না। আমাদের প্রস্তুতি তেমনই হবে যেমনটা পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলো। কোন পরিবর্তন হবে না।’
বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। তাদের বিপক্ষে জিতলে সেটা আপসেট বলে গণ্য হবে বলে মনে করেন সাকিব। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের মতো করে ভাবছেন না দ্রাবিড়। ভারতের প্রধান কোচ মনে করেন, ‘আমি মনে করি আমরা তাদেরকে অনেক সম্মান করি। তারা খুবই ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যে আপনি কোন দলকেই হালকাভাবে নিতে পারবেন না। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে যেমন, এমন উদাহরণ বেশ কয়েকটা আছে এবারের আসরে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved