
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করেছে সরকার।
সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয় তাকে। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চলতি বছরের ২২ মে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন।
নবম ব্যাচের এ কর্মকর্তা ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved