
উখিয়া প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ায় এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
২৩ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বাজারে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট ইউনিয়নের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি(৩০) কে আটক করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, র্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে একটি ভূয়া র্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং এবং নগদ ৪হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, সে একজন চাকুরিচ্যুত সেনা সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা হতে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে।আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved