
রুদ্ধশ্বাস ফাইনালে শেষ হাসি হাসলো স্পেন অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। আরও একবার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো তারা, ট্রফি রেখে দিলো নিজেদের কাছেই।
ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো স্পেন। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে দলটি।
যদিও কলম্বিয়াকে হারাতে ভাগ্যের সাহায্য লেগেছে স্পেনের। আত্মঘাতী গোলে জয় পায় তারা। ম্যাচের ৮২ মিনিটে হয় সেই গোলটি।
একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবেই না। তবে কলম্বিয়ার একটা ছোট্ট ভুলই সব হিসেব ওলটপালট করে দেয়। ম্যাচের ৮২ মিনিটে কলম্বিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন।
কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল জড়ান। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved