
কক্সবাজারের পেকুয়ায় বাড়ি ফেরার পথে কথিত ‘দা বাহিনী’র প্রধান নাসির উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটেছে।
টৈটং ইউপির ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাছির উদ্দিন টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ার আবুল হোসাইনের ছেলে। এদিকে কথিত এই ‘দা বাহিনী’র প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর দায়ের কোপে নিহত হওয়ায় ওই এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, নাসির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত সন্ত্রাসী বাহিনী ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। ওই বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সম্প্রতি নাসির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। নাসির রোববার রাতে টৈটং বাজার থেকে বাড়ি ফেরার পথে পাঁচ-ছয় জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved