
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তিনিই এবার টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে ‘ম্যাচ উইনার’ বলে সম্বোধন করেছেন। কোহলিরা যে বছর সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন সেবারও বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন সাকিব। এবার ভিন্ন ফরম্যাট হলেও এক জায়গায় মিল আছে ঠিকই।
এবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব। গত এক দশকেও সাকিবের মতো কোনো ক্রিকেটার উঠে আসেনি বাংলাদেশের। শুধু কি বাংলাদেশ? বিশ্ব ক্রিকেটে তার মতো আছেন কজন? বিশ্বকাপ উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রায় প্রতি দিনই বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে ফিচার্ড পোস্ট করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই ধারাবাহিকতা রোববার রাতে সাকিবকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে আইসিসি।
সেখানেই সাকিবকে নিয়ে কোহলি বলেন, ‘আমার মনে হয় মাঠের ভেতরে এবং বাইরে ব্যাটে-বলে তার খেলাটা সে ভালো বুঝতে পারে। সে এখন বাংলাদেশকে নেতৃত্বও দিচ্ছে। সে এমন একজন যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই সে তার দলের একজন ম্যাচ উইনার।’
নেদারল্যান্ডকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে একটি আক্ষেপও। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বেশ কয়েকটি আসরে অংশ নিলেও মূল পর্বে কোনো ম্যাচেই জিততে পারেনি টাইগাররা। আইসিসির দেয়া ভিডিওতে সাকিব আক্ষেপের সুরেই জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে প্রথম ম্যাচ খেলে জিতলাম তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত আমরা এমন কিছু করতে পারিনি যে মানুষকে বলবো দেখো এটা আমরা অর্জন করেছি বাংলাদেশের জন্য।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved