
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। সেপ্টেম্বরে করোনা সংক্রমণরোধে কঠোর কর্মসূচী নেওয়ার কারণে চীনে জ্বালানি তেলের চাহিদা কম ছিল। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
সোমবার (২৪ অক্টোবর) সকালের দিকে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা শূণ্য দশমিক ৭ শতাংশ কমে ৯২ ডলার ৮৩ সেন্টে এসে দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৮৪ ডলারে ১৬ সেন্ট হয়েছে।
এদিকে চীন সেপ্টেম্বরে দৈনিক ৯৭ কোটি ৯ লাখ ব্যারেল অপরিশোধিত ক্রুড তেল আমদানি করে, যা গত বছরের তুলনায় দুই শতাংশ কম। যদিও আগস্টের চেয়ে বেশি।
এএনজেড বিশ্লেষকরা জানায়, গত সেপ্টেম্বরে চীনে তেল আমদানিতে চাহিদা কমেছে। এদিকে সরকারে অনুমানের চেয়ে চীনের মোট দেশজ উৎপাদন- জিডিপি বেড়েছে। সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও শক্তিশালী অবস্থানে রয়েছে। শি জিনপিং তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
সূত্র: রয়টার্স
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved