
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জাহাজটি ভেসে আসে।
দ্বীপের বাসিন্দারা জানান, জাহাজটিতে অনেক কন্টেইনার এবং অন্যান্য মালামাল রয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।
সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ‘সাগরে ভেসে একটি বড় জাহাজ ছেঁড়া দ্বীপে এসেছে। এ ছাড়া সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছপালা পড়ে গেছে এবং ঘরবাড়ির টিন ও চাল উড়ে গেছে। আমরা বিশেষ করে, দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।’
তিনি জানান, ভেসে আসা জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগর থেকে ভেসে একটি বিদেশি জাহাজের খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved