
নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার আজ বাঁচা-মরার লড়াই। হারলে তো বটেই, জয় ছাড়া অন্য যে কোনো ফলাফলেই বিদায়ঘণ্টা বেজে যাবে বিশ্বকাপ থেকে।
এমন এক ম্যাচে ডাচদের বিপক্ষে টস জিতেছে লঙ্কানরা। নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেন এই সিদ্ধান্ত, তার পক্ষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার যুক্তি, ‘এই উইকেটটা এখনো ব্যবহার করা হয়নি। আমাদের ব্যাটাররা ভালো ফর্মে আছে।’
ওদিকে নেদারলুয়ান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসও জানালেন, টস জিতলে ব্যাটই করতে চাইতেন আগে। বললেন, ‘আমরাও সম্ভবত ব্যাটিংই করতাম। তবে আগে বল করলেও অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না। আমাদের বোলিং আক্রমণটা বেশ রোমাঞ্চকর। আমরা এখানে টানা তৃতীয় ম্যাচ জিততে এসেছি। আশা করি আমরা সেটা করতে পারব।’
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved