
বরিশাল অফিস : বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমানতগঞ্জ মুরগীর ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম তামিম ইসলাম। নগরের উত্তর আমানতগঞ্জ এলাকার তালুকদার বাড়ির মাইনুল তালুকদারের ছেলে সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে মটর সাইকেল চালিয়ে বাজার রোড থেকে উত্তর আমানতগঞ্জ এলাকার দিকে যাচ্ছিলো তামিম। এসময়ে আমানতগঞ্জ মুরগীর ফার্ম এলাকায় পৌছলে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে ফরিদপুর ভাঙ্গায় এম্বুলেন্সে বসে শুক্রবার রাতেই তামিমের মৃত্যু হয়।
এদিকে তামিমের বাবা মাইনুল তালুকদার বলেন,শনিবার যোহরবাদ উত্তর আমানতগঞ্জ শিকদার পাড়া জামে মসজিদে যানাযা নামাজ শেষে তামিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved