
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার তারাব পৌরসভার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে সোনার বাংলা এক্সপোর্ট নামক কভারভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ওবায়দুল হক (২২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা রাস্তায় বন্ধন পরিবহনের ধাক্কায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিএনজি খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় কলেজ ছাত্র নাফিজ (১৮) ও দুলাল মিয়া (৫০)। নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের মিয়াবাড়ি এলাকার নাঈম মিয়ার ছেলে কলেজ ছাত্র নাফিজ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর এলাকার মক্কা মিয়ার ছেলে দুলাল মিয়া।
এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই উমর ফারুক জানান, সকালে তারাব পৌরসভার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কভারভ্যানের ধাক্কায় বরপা থেকে আসা রূপসীগামী বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা নামক স্থানে বন্ধন পরিবহনের ধাক্কায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সিএনজি খাদে পড়ে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও বাস ও সিএনজি চালক পলাতক রয়েছে।
- শাকিল আহমেদ
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved