
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, মিয়ানমার-ভারত সীমান্তে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
ইমএসসি’র তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আইজল শহর থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মিয়ানমারের ফালাম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মিয়ানমার ও ভারত সীমান্তে ৪টা ১২ মিনিট ৩১ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। তাই এটাকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলতে যায়। এখন পর্যন্ত চট্টগ্রামের আশপাশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এছাড়া অন্য কোথাও থেকে ভূমিকম্পের খবর পাওয়া যায়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved