
ইমরান আল মাহমুদ,উখিয়া:উখিয়ার আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি দুলালকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা। বৃহস্পতিবার(২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার(ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
এক বিজ্ঞপ্তিতে তিনি জানান,গত ১৪ আগস্ট রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়ার নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশোরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের দুদিন পর ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এ একটি মামলা দায়ের করে।
তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় র্যাব-১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে। গতকাল বৃহস্পতিবার(২০ জানুয়ারি) র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পারে যে, ধর্ষক দুলাল চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আত্মগোপনে আছে। এ খবরে অভিযানের এক পর্যায়ে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ধর্ষণ মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী রত্নাপালংয়ের রশিদ আহমদের ছেলে মো. দুলাল(৩০) কে আটক করতে সক্ষম হয়।তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মো. দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলারও আসামী ছিলোগ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved