
আদালত অবমাননা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে আগাম জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের পক্ষে আইনজীবী বাবর আওয়ান জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
গত ২০ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে ইমরানের মন্তব্যকে কেন্দ্র করে ইসলামাবাদের মারগালা থানায় দায়ের করা মামলায় গতকাল শনিবার এক ম্যাজিস্ট্রেট সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, তাদের জোট সরকার ইমরান খানকে আটক করবে না।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved