
সরকারের প্রযুক্তিগত পদক্ষেপের কারণে চার বছর ধরে প্রশ্ন ফাঁস হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ শেষে এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “গত চার বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে না। প্রশ্ন ফাঁস হচ্ছে না তার কারণ হলো- আমরা যে ব্যবস্থা নিয়েছি, প্রযুক্তিগত যে ব্যবস্থা নিয়েছি, যেভাবে সার্ভিল্যান্স হয়, সেগুলোর মধ্য দিয়ে এটা বন্ধ করা হয়েছে।
এ সময় তিনি চলতি এসএসসি পরীক্ষায় দিনাজপুরের প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়েও কথা বলেন।
দীপু মনি বলেন, “দিনাজপুরের একটি জায়গায় এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা ব্যাহত হলেও আমাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রশ্ন ফাঁসরোধ করা সম্ভব হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়া বলতে যা বুঝায়, তা কিন্তু হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি।”
“একটি কেন্দ্রের সচিব তিনি অনেকগুলো প্রশ্নে প্যাকেট নিয়ে চলে গেছেন। এটি কী করে হলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সঠিক তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্ত্রী আরও বলেন, “দু-একটি জায়গায় যে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। এটি বিজি প্রেসে প্রশ্ন প্যাকেট হওয়ার সময় কোথাও কোথাও ভুল হয়েছে। এই ভুল আগামীতে যেন না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।“
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved