
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আগামীকাল। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের পাঁচ সন্তানের মধ্যে সবচেয়ে বড় শেখ হাসিনা। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হবে।
জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। বঙ্গবন্ধুর পদচিহ্ন অনুসরণ করে তিনি ইউএনজিএ-তে বিগত বছরের মতো বাংলায় ভাষণও দিয়েছেন।
বিগত বছরের মতো এবারও আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে শেখ হাসিনার জীবন ও অর্জন, যিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved