
এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই কমিটি গঠন করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রথম দফায় যাচাই-বাছাই শেষে ৭০ হাজার শূন্য পদের তথ্য পায় সংস্থাটি। এই তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালককে। সদস্য সচিব হিসেবে আছেন, প্রশাসন ও অর্থ শাখার উপ-পরিচালক।
কমিটির সদস্য হিসেবে আছেন- প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার পরিচালক, ঢাকা বিভাগের পরিদর্শক এবং মেমিসের সিস্টেম এনালিস্ট বা প্রোগ্রামার।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved