
নির্বাচন কমিশন (ইসি) ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে নির্বাচনের সব তথ্য ভোটারসহ সবাইকে জানানো হবে। এজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রোববার (২৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করতে চাচ্ছি। এটা আমরা সহ দেশের নাগরিক সবাই ব্যবহার করতে পারবে। এতে কার ভোট কোন কেন্দ্রে, প্রার্থী কারা, নির্বাচনী এলাকার ম্যাপ, কোথায় কত ভোট পড়ল ও তার গ্রাফ, ফিগার, কোন প্রার্থী কোথায় এগিয়ে থাকলো সেগুলো থাকবে।
তিনি আরো বলেন, অ্যাপে আট ধরনের তথ্য পাওয়া যাবে। ভোটে কে জয়ী হলো সঙ্গে সঙ্গে জানতে পারবে সবাই। এটা প্রাথমিক সিদ্ধান্ত। টেকনিক্যাল কমিটিতে যাচাই করে মতামত দেবে। এরপর কমিশন থেকে সিদ্ধান্ত আসবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved