
৯ ডিসেম্বর রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজকীয় বিয়ের পর্ব মিটতেই গোপন লোকেশন হানিমুনে পাড়ি দিয়েছেন এই তারকা দম্পতি। এরইমধ্যে হলুদ অনুষ্ঠানের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন তারা। শনিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হলুদের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। যেখানে কখনও একে অপরের গায়ে হলুদ মাখাতে দেখা গেছে এই নবদম্পতিকে। আবার কখনও সারা গায়ে হলুদ মেখে একে অপরের হাতে হাত রেখে বসে থাকতে দেখা গেছে।
হলুদ অনুষ্ঠানের আগে দু’জনে একই সময়ে একই ক্যাপশন দিয়ে বিয়ের ছবিও শেয়ার করেছিলেন ক্যাটরিনা-ভিকি। যেখানে তারা লিখেছিলেন, “যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেইসবের জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি।”
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved