
সংযুক্ত আরব আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এশিয়া কাপের বাছাই পর্বের বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি রোহান মুস্তফা। আরব আমিরাতের ১৫ সদস্যের স্কোয়াডে প্রথমবার জায়গা পেয়েছেন অলরাউন্ডার আয়ান খান।
আরব আমিরাতের হয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন মুস্তফা। অস্ট্রেলিয়াতে খেলতে পারলে দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করতেন তিনি। তবে পড়তি ফর্মের কারণে জায়গা হারিয়েছেন মুস্তফা।
কদিন আগে এশিয়া কাপের বাছাই পর্বে কুয়েতের বিপক্ষে ব্যাটিং না করলেও বল হাতে ১ উইকেট নিতে ৪০ রান খরচা করেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ফলে একটি ম্যাচে একাদশ থেকে বাদও পড়েছিলেন তিনি। এর আগে সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে ৮৭ রান করেছেন।
দল থেকে বাদ পড়ায় কষ্ট পেলেও আরব আমিরাতকে নিয়ে আশার কথা শুনিয়েছেন মুস্তফা। অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, বেশ কয়েকটি দলকে চমকে দেবে সংযুক্ত আরব আমিরাত। এদিকে মুস্তফার জায়গায় আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সি আয়ান। যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচে ব্যাট হাতে ৯৩ রানের পাশপাশি বল হাতে ১৩ রানে ১ উইকেট নিয়েছিলেন। কদিন আগে আহমেদ রাজার স্থলাভিষিক্ত হওয়া সিপি রিজওয়ান অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ট্রাভেল রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।
সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড: সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরওয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দৌদ, কার্তিক মেইপান, আহমেদ রাজা, জহর খান, জুনায়েদ সিদ্দিকী, সাবির, আলিসান শারাফু এবং আয়ান খান।
ট্রাভেল রিজার্ভ: বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved