
ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরশাদ হোসেন (৪০) নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এশিয়ান টেলিভিশনের মিরপুর সংবাদদাতা হিসেবে তিনি কাজ করতেন। তার বাড়ি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার জ্বরে আক্রান্ত হন এরশাদ হোসেন। বুধবার তার ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই প্রথমে তাকে ঢাকার একটি সরকারি হাসপাতালে ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।
এরশাদের মামা কুতুবউদ্দিন বলেন, ‘স্ত্রী ও আড়াই বছরের এক মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন এরশাদ। জুমার নামাজের পর মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved