
ইমরান আল মাহমুদ,উখিয়া:কৌশলে ইয়াবা পাচার করতে গিয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)'র হাতে আটক হয়েছেন উখিয়ার গয়ালমারা এলাকার আবুল খায়েরের ছেলে মো. আমিন(১৯)। এসময় তার সহযোগী আফসার উদ্দিন(২৬) পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
সোমবার(১৭ জানুয়ারি) দুপুরে ক্যাম্প-১৬ এর শফিউল্লাহকাটা চেকপোস্টে ৩হাজার ৮শ ৫০পিস ইয়াবাসহ আমিনকে আটক করা হয়।
৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের তত্বাবধানে এসআই মো. আতাউর রহমান ভূইয়ার নেতৃত্বে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে কৌশলে কাঠের রান্ধায় লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গয়ালমারা এলাকার আবুল খায়েরের ছেলে মো. আমিন(১৯) কে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved