
ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওয়াছু বাজার সদর ইউনিয়ন পরিষদ ভবন এর পিছনের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র বিক্রি করার দায়ে নেপাল ত্রিপুরা নামে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ ১৭ জানুয়ারী সোমবার বিকালের দিকে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) এবং ১৫/১ ধারায় ১লাখ টাকা জরিমানা করা হয় একই সাথে মাটি কাটার মালামাল সহ মাটি বহনের কাজে ব্যবহার করা ৪টি ট্রাক্টর জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, অবৈধভাবে মাটিকাটা সহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved