
ব্যাটিংয়ে সাফল্য না পেলেও আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ৭ উইকেটে হেরে যাওয়ার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এমন পারফরম্যান্সে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৪ ওভারের স্পেলে ১২টি ডট বল দেয়া সাকিব।
দারুণ বোলিংয়ে ৮ ধাপ এগিয়েছেন তিনি। ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে রয়েছেন সাকিব। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৬৮তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বোলারদের র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন ১১ ধাপ।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমন পারফরম্যান্সের পর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে অবনতি হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থ হওয়া মোহাম্মদ নাইম এবং আফিফ হোসেন ধ্রবর। নাইম ৪ ধাপ পেছালেও আফিফ পিছিয়েছেন ৩ ধাপ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved