
শ্রমিকদের মজুরি নিয়ে চলমান সমস্যার সমাধানে চা-বাগান মালিকদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭টি চা-বাগানের আন্দোলনরত শ্রমিকরা।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চা-শ্রমিকেরা। সরকারের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা কয়েক দফা আলোচনায় বসে কর্মবিরতি প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকরা। এখনো কাজে ফেরেননি কোনো চা-শ্রমিক।
এমন পরিস্থিতিতে, বাগানে গিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের কর্তারা। ৩০০ টাকা মজুরির ঘোষণা ছাড়া কোনো আশ্বাসেই কাজে ফিরবেন না তারা, এমনটাই জানিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, পূর্ণকর্মবিরতির ১৪তম দিনে কাজ কাজ বন্ধ রয়েছে সকল চা-বাগানে। বিভিন্ন চা-বাগানে সভা–সমাবেশ করছেন শ্রমিকরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved