
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর ফিফার আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর ফলে আসন্ন অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল বিশ্বকাপ ভারতেই হচ্ছে।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে ফিফা কাউন্সিল থেকে পাঠানো এই ই-মেইলের মাধ্যমে ভারতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়। মেইলে উল্লেখ করা হয়, এআইএফএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অব ফিফা কাউন্সিল।
মেইলে আরও জানানো হয়, এআইএফএফ -এর উপর নজর রাখবে ফিফা এবং এএফসি। এমনকি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতেও সাহায্য করবে তারা।
উল্লেখ্য, গেল ১৫ অগস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এআইএফএফ –এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ১১ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হলো। ভারতীয় ফুটবলে যে অমানিশার অন্ধকার নেমে এসেছিল, সেটারও অবসান হলো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved