
নতুন সময়সূচি অনুসারে বিচারকার্য শুরু করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারকার্য শুরু হয়ে চলবে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত।
এদিকে একইদিন থেকে আপিল বিভাগ আগের মতোই যথানিয়মে সকাল ৯টায় বিচারকার্য পরিচালনার জন্য বসবেন। শেষ হবে দুপুর ১টায়।
হাইকোর্ট বিভাগের অফিসমূহের কার্যক্রম পরিচালিত হবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর দেশের সব অধস্তন আদালতসমূহে বিচারকার্য চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে ২৩ আগস্ট বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি বেঁধে দেওয়া হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved