
২০১৯ সালের বাংলাদেশ সিরিজের পর থেকে সেঞ্চুরিহীন বিরাট কোহলিকে নিয়ে কতই না আলোচনা-সমালোচনা চলছে। অথচ ২০১৯ সালের নভেম্বর থেকে এই অব্দি ৩ ফরম্যাটে এই ক্রিকেটারের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি এই সময়ে রান ৭৯ ইনিংসে করেছেন প্রায় ২৬০০ রান। ৩৫.৪৭ গড়ে হাঁকিয়েছেন ২৪টি হাফ সেঞ্চুরি। আলাদা করে টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বাকি দুটির তুলনায় তুলনায় আরও ভালো। ২৭ ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেটে ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৯০০ রান।
এমন ফর্ম থাকার পরও কোহলিকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি স্কোয়াড থেকে বাদ দেয়ারও আলোচনা উঠেছিল। এদিকে ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে কোহলি যদি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বসেন তাহলে সব দৃশ্যপট পাল্টে যাবে বলে দাবি করছেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।
তিনি বলেন, ‘সম্প্রতি আমার কোহলির সঙ্গে কথা হয়নি, তবে বড় ক্রিকেটাররা সঠিক সময় জেগে ওঠে। গেল এশিয়া কাপেও সে ভালো করেছে, এরপর হয়ত সময় একটু খারাপ গিয়েছে। কিন্তু এই সময়টায় সে সব পর্যালোচনা করার সুযোগ পেয়েছে। সে যদি পাকিস্তানের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে তাহলেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved