
ধাঁধানো নতুন ছবি প্রকাশ করেছে নাসা। এর আগে এ গ্রহের এমন চিত্র কখনো দেখা সম্ভব হয়নি।
জুলাইয়ে জেসম ওয়েব টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহের ছবিগুলো তোলা হয়। জেমস ওয়েবের লেন্সে ধরা পরেছে বৃহস্পতির উত্তর এবং দক্ষিণ দিকের উজ্জল আলো। তাছাড়া ঘূর্ণায়ামান মেরুর চিত্রও দেখা গেছে নতুন প্রকাশিত ছবিতে।
এই ছবিতে দেখা গেছে বৃহস্পতি গ্রহের মধ্যে সংঘটিত ঝড়ও। গ্রহটির ওপরের দিকে লাল রঙ খচিত অংশটিই হলো ঝড়। এটি এত বড় ঝড় যা সহজেই পৃথিবীকে গিলে খেতে পারবে।
তাছাড়া গ্রহ ঘিরে দুটি বলয়ও ধরা পরেছে। উজ্জল গ্যালাক্সিতে দুটি ছোট চাঁদও দেখা গেছে।

এদিকে নাসা যে ছবিগুলো প্রকাশ করেছে সেগুলোতে নীল, সাদা, সবুজ, হলুদ এবং কমলা রঙ ব্যবহার করে রঙিন করা হয়েছে। মূলত গ্রহটির আসল চিত্র ফুটিয়ে তুলতে পরবর্তীতে রঙ সংযোজন করা হয়।
ক্যালেফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রহ জ্যোতির্বিজ্ঞানী ইমকে দে পাতের বলেছেন, এর আগে আমরা কখনো বৃহস্পতির এমন চিত্র দেখিনি। আমরা সত্যি এত ভালো আশা করিনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved