
আবুধাবি টি-টেন টুর্নামেন্টের এবারের আসরে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আফতাব আহমেদ। স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারই প্রথম নয়, এর আগেও বাংলা টাইগার্সের হয়ে কাজ করেছেন আফতাব। দলটির প্রথম আসরে প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। সেবার কোচিং স্টাফে আফতাবের সঙ্গী ছিলেন নাফিস ইকবাল এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।
বাংলা টাইগার্সের কোচিং স্টাফে দেখা যেতে পারে নাজমুল আবেদিন ফাহিমকেও। গুঞ্জন রয়েছে, দলটির মেন্টরের দায়িত্ব নিতে পারেন তিনি। এদিকে আগামী ২৫ আগস্ট নিজেদের আইকন ক্রিকেটারের নাম প্রকাশ করবে বাংলা টাইগার্স।
গুঞ্জন রয়েছে, টি-টেনের এবারের আসরে বাংলা টাইগার্সের জার্সিতে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ না পেলেও দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকতে পারেন তিনি। মূলত বিশ্বকাপের পর ভারত সিরিজের জন্য টুর্নামেন্টের মাঝ পথে দেশে ফিরতে হবে সাকিবকে।
আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ডিসেম্বর।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved