
আসন্ন এশিয়া কাপে সাকিব আল হাসান যদি দাপুটে ক্রিকেট না খেলেন তাহলে খুবই অবাক হবেন শেন ওয়াটসন। কিছুদিন আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে অবশ্য নেতৃত্বে পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে নাম প্রকাশ করা হয় নুরুল হাসান সোহানের। যদিও সোহান ইনজুরিতে ছিটকে পড়ায় আবারও নেতৃত্ব বদল আনে বিসিবি। এশিয়া কাপের আগমুহূর্তে অধিনায়কত্ব পান সাকিব। সাকিব নেতৃত্ব পাওয়ায় দারুণ খুশি ওয়াটসন।
সাবেক এই অজি অলরাউন্ডারের মতে, ‘সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে। চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে রাঙিয়ে চলেছেন সাকিব। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার আরও বলেন, ‘৩০ এর উপরে তার গড়, তিন ফরম্যাটেই তার গড় ৩০ এর মাঝে। ১৫ বছর ধরে সবগুলো ফরম্যাটে এই গড় নিয়ে ব্যাটিং করা দারুণ কিছু।’
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved