
আসন্ন এশিয়া কাপকে ঘিরে ইতোমধ্যেই নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশ ছাড়ার আগে নিজেদের মধ্যে ম্যাচ আবহাওয়া তৈরি করে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। যেখানে সাকিব আল হাসানের লাল দল প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে করেছে ৭ উইকেটে ১৬৫ রান।
দুইবার ব্যাটিং করে সাকিব করেছেন ৫৫ রান। প্রথমবারে এই ব্যাটার করেছেন ১৭, দ্বিতীয়বারে অপরাজিত ৩৮। বিজয় দুইবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট। তবে ১৮তম ওভারে ১৬ রান দিয়েছেন এই পেসার।
লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসাইন, রিপন মন্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।
সবুজ দল: মাহফিজুল রবিন, মেহেদি হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, তানজিম সাকিব এবং আশিকুজ্জামান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved