
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অনুশীলনের সময় নিশান ভৌমিক (২৯) নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি নোয়াখালী জেলার সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত প্রিয়লাল ভৌমিকের ছেলে।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রোববার (১৪ আগস্ট) সকালে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নিশান ভৌমিক ১০ বছরেরও বেশি সময় ধরে বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি সিপাহি সিগন্যাল ম্যান হিসেবে কাজ করছিলেন। অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন তিনি। দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved