
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর নাগর নদীতে বাবার সাথে গরু গোসল করাতে গিয়ে মাহমুদা( ৪) নামে এক শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনা ঘঠেছে। নিখোঁজ শিশু হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মারাধার দক্ষিণ পাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে গত কাল মঙ্গলবার দুপুর ১২ঘটিকার সময় নাগর নদীতে এ ঘটনা ঘটে।ঘটনা সূত্রে জানা যায়, বাবা কামাল হোসেন বাড়ির পাশ্বে নাগর নদীতে তাদের বাড়ির গরু গোসল করাতে নিয়ে যায়, এ সময় তার ছোট শিশু কন্যা মাহমুদাও সাথে যায়। বাবা গরু গোসল করাচ্ছিল আর মেয়ে নদীর কিনারে বসে খেলছিল, চোখের আড়ালে সে কখন নদীতে পড়ে যায় তা কেউ খেয়াল করেনি। পরক্ষনে তাকে নদীর কিনারে না পেয়ে তার বাবাসহ এলাকার লোকজন অনেক খোজাখুজি করেও শিশু মাহমুদা কে পাওয়া যায় নি। পরদিন বুধবার সকালে শিশু কন্না মাহমুদার লাশ নদীতে ভাষতে দেখে তাঁর পরিবার কে জানালে পিতা কামাল হুসেন নদী থেকে লাস তুলে এনে পারিবারিক কবর স্থানে দাফন র্কায্য সম্পন্ন্ করা হয়। এ নিয়ে পরিবারে শোকের ছায়া নামে এসেছে।বিষয়টি পারিবারিক সূত্রে জানা গেছে।
মো: ইউসুফ আলী
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved