প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২২, ১২:২৩ পি.এম
বেসিনের পাইপ বন্ধ হলে কি করবেন?

খাবার, তেল-চর্বিজাতীয় কিছু বা প্রতিদিনের ময়লা জমতে জমতে অনেক সময় বেসিনের পানি নির্গমন পাইপটি আটকে যায়। এতে পড়তে হয় বিড়ম্বনায়।
জেনে নিন সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন বেসিনের পাইপ-
- এক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার ঢেলে দিন বেসিনে। ১৫ মিনিট অপেক্ষা করে গরম পানি ঢেলে পরিষ্কার করে নিন।
- আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার পানি ফুটিয়ে গরম পানি ঢেলে দিন ঠিক আধা ঘণ্টা পর। ধীরে ধীরে ঢালবেন পানি। দুই লিটার পানি ঢালা হলে আরও খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।
- পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মিশিয়ে বেসিনে ঢেলে দিলেও উপকার পাবেন।
- কোনোভাবেই ময়লা দূর না হলে বেসিনের উপরের নেটের অংশ খুলে লম্বা ক্লিনিং টুল ভেতরে ঢুকিয়ে দিন। চুলের মতো কিছু থাকলে সেটা উঠে আসবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved