
ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০ ও ২১ জুলাই দুই ধাপে ফিরবে দল। এর মধ্যেই জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা হয়ে গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি ও ওয়ানডের সূচি ঘোষণা করে।
দেশে ফেরার পর সপ্তাহের ব্যবধানে ক্রিকেটাররা উড়াল দেবেন জিম্বাবুয়েতে। এবারের সফরের সব ম্যাচই হবে হারারেতে। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি। পরদিন ৩১ জুলাই দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
৫, ৭ ও ১০ আগস্ট দুই দলের তিনটি ওয়ানডে হবে। ১১ আগস্ট দেশের বিমান ধরবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ সময় বিকেল ৫টা। ওয়ানডে শুরুর সময় বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
দুই দলের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবেন তামিম, সিকান্দার রাজারা।
বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২১ সালে। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved