
27 জুন 2022 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অনুষ্ঠানে; স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব ফেরদৌস আলী খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবিক কর্মসূচিতে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পূর্বে করোনভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে, ব্যাংক জনগণকে হ্যান্ড স্যানিটাইজার, ত্রাণ এবং খাদ্য সামগ্রী সরবরাহ করেছিল এবং স্বাস্থ্যসেবা পরিষেবার উন্নয়নে জড়িত ছিল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved