
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছে মস্কো। ইউরোপ মস্কোকে একের পর এক নিষেধাজ্ঞা দিলেও ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কোম্পানি রাশিয়াতে তাদের ব্যবসা অব্যাহত রেখেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। খবরে ব্লুমবার্গ
গবেষণায় ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ জেফ্রি সনেনফেল্ড বলেন, রাশিয়াতে যে ২৪৭ টি বিদেশি মাল্টিন্যাশনাল ফার্ম আছে তাদের মধ্যে ১১৬ টি ফার্ম-ই ইউরোপীয় ইউনিয়নভুক্ত। রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পড়ে রাশিয়া। এ সময় (দীর্ঘ ৪ মাস) ইউরোপের ফার্মগুলো তাদের ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে নিয়েছে।
ব্লুমবার্গ আরও জানায়, এ গবেষণায় সংযুক্ত রয়েছে রুশ গভর্নরের অধিভুক্ত রাশিয়ান থিংক-ট্যাঙ্ক গত সপ্তাহে জানায়, রাশিয়াতে আড়াই হাজারের বেশি বিদেশি কোম্পানি কাজ করছে। তারা স্থানীয় ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করেনি। উল্টো দুই লক্ষ লোক তাদের ফার্মে নিয়োগ দিয়েছে।
গবেষণায় আরও বলা হয়, শুধুমাত্র সেবা ও আইটি খাতের ৯০ টি কোম্পানি তাদের বিনিয়োগ সরিয়ে নিয়েছে, সেইসঙ্গে তারা তাদের কর্মীদেরকেও অন্যত্র নিয়ে গেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved