
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। আর এর দিন দুয়েক পরই আরও একটি সুখবর পেল বাবর আজমের দল। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠে এসেছে তারা।
প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান।
যেখানে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন বাবর। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের আরও বড় ব্যবধানে হারায় পাকিস্তান। ১২০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৩ রানে জিতে পাকিস্তান। এরফলে ঘরের মাঠের এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাবরের দল। এবার তার প্রভাব পড়েছে পাকিস্তানের র্যাঙ্কিংয়েও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই জেতায় পাকিস্তানের নামের পাশে ৪ রেটিং পয়েন্ট যোগ হয়েছে। সিরিজের আগে তাদের রেটিং পয়েন্ট ছিল ১০২। আর র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল পাঁচ নম্বরে। সিরিজ শেষে ১০৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে গেছে। আর তাতে এক ধাপ পিছিয়েছে ভারত। রোহিত শর্মার দল ১০৫ পয়েন্ট নিয়ে এখন পাঁচ নম্বরে অবস্থান করছে।
এদিকে ১২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নিউজিল্যান্ড। কিউইদের চেয়ে ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে ইংল্যান্ড। ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে অস্ট্রেলিয়া। আর ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved